জিয়ার সৈনিকদের হাজতে বন্দী করে সরকারের শেষ রক্ষা হবে না

খুলশী থানা যুবদলের প্রতিবাদ সভায় আমান উল্লাহ আমান

খুলশী থানা যুবদলের প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন আমান উল্লাহ আমান।খুলশী থানা যুবদলের প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন আমান উল্লাহ আমান।

চট্টগ্রাম : উচ্চ আদালতের জামিনে থাকা যুবদল নেতৃবৃন্দ নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করায় প্রতিবাদ সভা করেছে খুলশী থানা যুবদল।

মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) বিকাল ৪ টায় এক প্রতিবাদ সভা খুলশী থানা যুবদলের সি. যুগ্ম আহবায়ক আশিক মল্লিকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাসেল রানা বাবুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : সৈকতের ক্ষুদ্র উদ্যোক্তারাও পর্যটক-পরিবেশের নিরাপত্তা প্রহরী
আরো পড়ুন : কারাগারে বসেই বৃক্ষ পরিচর্যা গুরুত্ব উপলদ্ধি করেছিলেন বঙ্গবন্ধু

সভায় প্রধান অতিথির বক্তব্যে নগর যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, যুবদলের জিয়ার আদর্শের সৈনিকদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় জেল হাজতে বন্দী করে এই সরকারের শেষ রক্ষা হবে না। চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন ১৫ টি থানা ও ৪৩ টি সাংগঠনিক ওয়ার্ড এবং সংশ্লিষ্ট ইউনিট যুবদল নেতৃবৃন্দের সমন্বয়ে শক্তিশালী সাংগঠনিক ইউনিট হিসেবে কেন্দ্রঘোষিত যে কোন কর্মসূচি সফল করতে যুবদল নেতৃবৃন্দ সদা প্রস্তুত।

বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী কলেজ ছাত্রসংসদের জিএস হাসান আল মামুন, তানভীর মল্লিক, জহিরুল হক জীবন, গুলজার হোসেন মিন্টু, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইউনুস মুন্না, মোহাম্মদ হোসেন (হাসান), মো. কামাল (ভুট্টো কামাল), থানা যুবদলের সদস্য নিজাম, আকবর আলী, আবদুল বাতেন, ১৩ নং যুবদল ওয়ার্ডের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, ৯ নং যুবদল ওয়ার্ডের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ১৪ নং ওয়ার্ড যুবদল নেতা ফারুকসহ ১৩ ও ১৪ নং ওয়ার্ড নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মহানগর যুবদলের সহসভাপতি ম. হামিদ, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকি, নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ পিন্টু, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন, চান্দগাঁও যুবদলের আহবায়ক গুলজার হোসেন, নগর যুবদলের সহসাধারণ সম্পাদক জমির উদ্দিন আহমেদ মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য মহিউদ্দিন মুকুল, মহিউদ্দিন জুয়েল, আসাদুজ্জামান রুবেল, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ রাসেল, ২ নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের আহবায়ক এসএম আলী, ৭ নং যুবদলের যুগ্ম আহবায়ক সোলায়মান হোসেন মনা, থানা যুবদলের সদস্য মহিউদ্দিন রুবেল, রাশেদ, শাহদাত উচ্চ আদালতের জামিনে থেকে নিম্ন আদালতে আত্মসমর্পন করলে আদালত ওই জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন