কাজের মেয়ে রানুকে মেরে ফেলা হয় : প্যানেল মেয়র

এবিএম মহিউদ্দিন চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রাম : ‘কাজের মেয়ে রানুকে মেরে ফেলা হয়েছে। তদন্ত করা হোক। তদন্তকারী সংস্থাকে বলব।’ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ইঙ্গিত করে এভাবেই বলছিলেন চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

সংবাদ সম্মেলনশেষে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। এসময়  ওয়ার্ড কাউন্সিলর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরগণ উপিস্থিত ছিলেন।

কাজের মেয়ে রানুকে মেরে ফেলা হয়েছে দাবী করেন তিনি বলেন-সাবেক মেয়র পত্নী সাহেদা মহিউদ্দিন, রানু, সন্তোষ, রবি ওয়াজিউল্লা হত্যান্ডের তদন্ত করা হোক। হত্যাকান্ডগুলো এ শহরের প্রবীণ মানুষদের বিবেককে এখনও নাড়া দেয়।

সোনালী মৎস্য শিল্প সমবায় সমিতির ব্যানারে ১০ এপ্রিল বিকালে নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত সমাবেশে এবং ১১ এপ্রিল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে চসিক সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের নামে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা, বানোয়াট বক্তব্যের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত ওয়ার্ড ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শেয়ার করুন