মাদকের কারণে তরুণ যুব সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত

মাদকের কারণে তরুণ যুব সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত

চট্টগ্রাম : জঙ্গি-সন্ত্রাসী ও মাদকসেবীরা দেশ ও সমাজের শত্রু। এ চক্রের অপকর্মের মধ্য দিয়ে দেশের তরুণ যুব সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, বিপদগামী ও অতিলোভী কিছু নেতার কারণে সমাজে তরুণ গ্যাংস্টার তৈরি হচ্ছে। এরা জঘন্য অপরাধে জড়িয়ে পরছে। বক্তারা বলেন-মাদক, বিক্রেতা ও মাদকসেবীরা সমাজের কোন কল্যাণ বয়ে আনতে পারে না। এরা সমাজের চিহ্নিত ঘৃণিত মানুষ। এদের প্রতিহত করতে সমাজের বিবেকবান মানুষকে এগিয়ে আসতে হবে।

নগরীর চান্দগাঁও বাহির সিগন্যাল বৌদ্ধ মন্দির সড়কে জঙ্গিবাদ-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ও মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

আরো পড়ুন : গোপনে কমিটি : যমুনায় পদোন্নতি বাণিজ্য!
আরো পড়ুন : নগরের সেবকরা আমার কাছে শ্রেষ্ঠ মানুষ : সুজন

চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের সভাপতি সিএমপির অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স. ম. জিয়াউর রহমান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিমের যৌথ সঞ্চালনায় সমাবেশে মো. আব্দুল হান্নান, জাবেদ আলম, নুরুল আবছার, জানে আলম, আজগর আলী, মো. আলমগীর, মো. রকি, সিরাজুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মো. সেলিম প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন