সরকারি জমিতে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ

সরকারি জমিতে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ

চট্টগ্রাম : হাটহাজারী থানার সামনে মরা ছড়ার উপর নির্মিত বক্স কালভার্ট এর পাশের সরকারি খাস খতিয়ানের জায়গা দখলরোধে বৃক্ষরোপণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের উদ্যোগে সহকারী কমিশনার ভূমি শরীফ উল্যাহকে নিয়ে আমলকি, হরতকি, জলপাইসহ বিভিন্ন ফলজ চারা রোপণ করেন। গত দুই বছর ধরেই বর্ষাকালে এ উদ্যোগ নিয়ে চারা রোপণ করছেন তিনি।

আরো পড়ুন : চট্টগ্রামে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা, মালিকসহ আটক ২
আরো পড়ুন : ভিক্ষার জমানো টাকা ফেরৎ চাওয়ায় বৃদ্ধাকে ছুরিকাঘাত

জানতে চাইলে রুহুল আমিন বলেন, সরকারি খাস খতিয়ানের জায়গা অনেকেই অবৈধভাবে দখল করে রাখেন। প্রশাসন প্রায়শই অভিযান চালিয়ে তা দখলমুক্ত করেন। কিন্তু যে কোন উচ্ছেদ অভিযানের পর যদি তা খালি বা উম্মুক্ত রাখা হয় তা আবারো দখলে চলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আমার এই কর্মসূচী।

উল্লেখ্য গত দুই বছরে খাস খতিয়ানের ঐ জমির উপর স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে বৃক্ষরোপণ করে উপজেলা প্রশাসন।