দুর্গাপূজায় ৩দিন ছুটির দাবি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের

চট্টগ্রাম জামালখানস্থ চেরাগী পাহাড় মোড়ে দুর্গাপূজায় তিনদিনের ছুটির দাবীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রামের উদ্যোগে মানববন্ধন।

চট্টগ্রাম : সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজায় ৩ দিনের ছুটি দাবী করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ৩দিন ছুটির দাবীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরীর জামালখানের চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন করা হয়। ওই মানববন্ধনে বক্তারা এ দাবী জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সনাতনীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা ৫ দিনব্যাপী হওয়া সত্ত্বেও পূজার সমাপনী দিন অর্থাৎ দশমী দিনের একদিনের ছুটি সনাতনীদের নিজস্ব সংষ্কৃতি ও ধর্মীয় অনুশীলন পালনে যথেষ্ট নয়।বিগত বহু বছর ধরে সনাতনী সংগঠন এই ছুটির দাবীতে সর্বদা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক এর নির্দেশে সারা দেশের প্রতিটি উপজেলা, জেলা, মহানগর ও বিভাগের সাথে সমন্বয় রেখে চট্টগ্রাম জামালখানস্থ চেরাগী পাহাড় মোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরো পড়ুন : মাদক-সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে অতন্দ্র প্রহরী র‌্যাব : সুজন
আরো পড়ুন : আমদানি শুল্ক প্রত্যাহার, কমছে পেঁয়াজের দাম

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি সুজিত সরকারের সভাপতিত্বে ও মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন দাশ সজল, সহ-অর্থ সম্পাদক রনতোষ নাথ, যুব মাহজোট জেলা শাখার পক্ষে কৃষ্ণ দাশ, যুব মহাজোট মহানগর শাখার সভাপতি সুমন পাল, বোয়ালখালী উপজেলা শাখার প্রতিনিধি সুব্রত চৌধুরী, চকবাজার থানা শাখার যুগ্ম আহবায়ক বিশ্বজিত কর, সদস্য সচিব তুষার দাশ, ইপিজেড থানার সম্মানিত সদস্য শ্যামল দাশ, যুব মহাজোট শাখার সাধারণ সম্পাদক শুভ রাম দেব, বাঁশখালী শাখার প্রতিনিধি তপন ধর, কর্ণফুলী উপজেলার প্রতিনিধি অলক দাশ, সীতাকুন্ড উপজেলার প্রতিনিধি সঞ্জয় অধিকারী, রাঙ্গুনীয়া উপজেলার প্রতিনিধি নিউটন দাশ, চন্দনাইশ উপজেলার প্রতিনিধি শ্রীকান্ত তালুকদার, রয়েল দাশ, আনোয়ারা উপজেলার প্রতিনিধি অর্ক দাশ বিজয়, মিশু পাল, কোতোয়ালী থানার প্রতিনিধি অনুপ মজুমদার, রুবেল দাশ, শুভ আইচ, সদরঘাট থানার প্রতিনিধি প্রান্ত দাশ, পাহাড়তলী থানার প্রতিনিধি সাগর দাশ, বায়েজিদ থানার প্রতিনিধি রাজীব পাল, অভিজিৎ প্রমুখ।

শেয়ার করুন