সম্মিলিত উদ্যোগে নারীর মানবাধিকার ও জেন্ডার সমতার উন্নয়ন সম্ভব

সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে জেলার সাংবাদিকদের সাথে সংলাপ

সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে জেলার সাংবাদিকদের সাথে সংলাপ

বান্দরবান : নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নারী-পুরুষ ছেলে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নারীর মানবাধিকার রক্ষা ও জেন্ডার সমতার উন্নয়ন সম্ভব। শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে এই সহিংসতার ব্যাপকতা দিনদিন বাড়তে থাকবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় করণীয় বিষয়ে সাংবাদিকদের সাথে সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান য়ই সা প্রু মারমা।

আরো পড়ুন : লামায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা
আরো পড়ুন : উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ করছে ইপসা : সৌমিত্র চক্রবর্তী

স্থানীয় এনজিও সংস্থা বিএনকেএস’র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিএনকেএস’র নির্বাহী পরিচালক হ্লা সিং নু মারমা সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, জিবিভি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর উবানু মারমাসহ বিভিন্ন সংগঠনের নারী নেত্রী, নারী উদ্যোক্তা, জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আলোচনার শুরুতেই বান্দরবানে বিভিন্ন সময়ে নারী ও শিশু নির্যাতনের তথ্য ও তাদের কার্যক্রমের উপর প্রতিবেদন পাঠ করেন প্রকল্পের কো-অডিনেটর উবানু মারমা।

উপস্থিত নেত্রীবৃন্দ ও সংবাদকর্মীরা সহিংসতা প্রতিরোধে নিজস্ব মতামত ব্যক্ত করেন।