অবশেষে সাংবাদিকদের পরিচয়পত্র ফেরত দিল হেফাজত

অবশেষে সাংবাদিকদের পরিচয়পত্র ফেরত দিল হেফজত

চট্টগ্রাম : হাটহাজারী মাদ্রাসায় পেশাগত দায়িত্ব পালনকালে ছিনিয়ে নেয়া পরিচয়পত্র অবশেষে ফেরত দিয়েছে হেফাজত সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে ওইসব পরিচয়পত্র হস্তান্তর করে হেফাজতের শীর্ষ নেতৃত্বের একটি প্রতিনিধি দল।

আরো পড়ুন : গায়েবী মামলায় বিএনপির ১৫ নেতাকর্মী কারাগারে, প্রতিবাদ শাহাদাতের
আরো পড়ুন : বিতর্কিতদের দখলে যাচ্ছে উত্তর জেলা আ.লীগ

এর আগে ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের পরিচয়পত্র ছিনিয়ে নেয়া হয়। পরে পুলিশ সুপারকে লিখিত অভিযোগ ছাড়াও সাংবাদিক নেতাদের তীব্র প্রতিবাদের মুখে হাটহাজারী উপজেলা প্রশাসনের কাছে কার্ডগুলো ফেরত দেয়।

এ প্রসঙ্গে একাধিক সাংবাদিক নেতা বলেন, প্রমাণিত হলো হেফাজত সন্ত্রাসীরা গত ১৯ সেপ্টেম্বর তাদের আমীরের জানাজায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আইডি কার্ড ছিনিয়ে নিয়েছিল। এ কার্ড ফেরত পেতে বিবৃতি, নিন্দার পাশাপাশি পুলিশ সুপারকে লিখিত অভিযোগ দিতে হয়েছিল। এরপর তারা হাটহাজারী উপজেলা প্রশাসনের কাছে কার্ডগুলো ফের পাঠিয়েছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মহসীন কাজী বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে আইডি কার্ড সন্ত্রাসী কায়দায় কেড়ে নিয়ে যে ঔদ্ধত্য দেখিয়েছে তা ঘৃণ্য অপরাধের পর্যায়ে পড়ে। এখন চিহ্নিত হয়েছে কারা এ ছিনতাইয়ের সাথে জড়িত। ভবিষ্যতে এ ধরণের সন্ত্রাসী কর্মকান্ড করলে সমুচিত জবাব দেবে দেশের সাংবাদিক সমাজ।

শেয়ার করুন