জিহাদীর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জিহাদীর মুক্তির দাবিতে সুন্নি জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম : মুফতি আলাউদ্দিন জিহাদীকে মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হাটহাজারী থানার ফতেপুরের সর্বোস্তরের সুন্নি জনতা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ফতেপুর ইসলামিয়া কেন্দ্রীয় মসজিদের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সভাপতিত্ব করেন শাহজাদা নুরুল আজম শাহ।

আরো পড়ুন : ভূজপুর থানাকে উপজেলা ঘোষণার দাবীতে নগরীতে মানববন্ধন
আরো পড়ুন : গায়েবী মামলায় বিএনপির ১৫ নেতাকর্মী কারাগারে, প্রতিবাদ শাহাদাতের

মো. সাহাবুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইসলামিয়াহাট কেন্দ্রীয় মনজিদের খতিব মুফতি খায়রুল আলম চিশতী।

এ সময় বক্তারা আলাউদ্দিন জিহাদীকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও অনতিবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, সুন্নি জনতা জ্বালাও পোড়াওতে বিশ্বাসী নয় সুন্নি জনতা শান্তিপ্রিয়। তাই আমরা চাই রোববার কোর্টে জিহাদীকে সসম্মানে মুক্তি দেবে আদালত।

মানববন্ধনের পর বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক মসজিদের সামনে থেকে শুরু করে ইসলামিয়াহাট বাজার প্রদক্ষিণ শেষে মসজিদের সামনে এসে শেষ হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।