সীমান্ত পাহারায় যেতে কাঁদছে চীনা সৈন্যরা

সীমান্ত পাহারায় যেতে কাঁদছে চীনা সৈনরা

সম্প্রতি চীনের পিপলস লিবারেশন আর্মির একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে চিনা সৈন্যরা রীতিমতো হাউহাউ করে কাঁদতে কাঁদতে দেশ পাহারা দিতে চলেছে ভারত-চীন সীমান্তে।

চীনের একটি স্থানীয় সংবাদমাধ্যম থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।ভিডিওতে দেখা যায়, ইংঝু জেলার ফুইয়াং শহর দিয়ে সেনা বাস যাচ্ছে, তরুণ সেনারা বাসে বসে বিখ্যাত চীনা সামরিক গান গ্রিন ফ্লাওয়ার্স ইন দ্য আর্মি গাইতে গাইতে চলেছে কিন্তু অনেকেই কাঁদছে হাপুস নয়নে।

আরো পড়ুন : চট্টগ্রামে খাদ্যগুদাম ও পোশাক কারখানায় আগুন
আরো পড়ুন : কক্সবাজারে ১ হাজার ৩৪৭ পুলিশকে একযোগে বদলি

ভিডিওটিই গোটা বিশ্বে প্রচার করেছে লিবার্টি টাইমস ও তাইওয়ান নিউজের মত কয়েকটি স্বাধীনতাকামী তাইওয়ানি সংবাদমাধ্যম, যারা চীন বিরোধী অবস্থানের জন্য খ্যাত। তারা এই কান্নাকে মৃত্যুভয় বলে ব্যাখ্যা করেছে_বলেছে, পূর্ব লাদাখে ভারতীয় সেনার সামনে চিনের যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, তাতে এ ধরনের কান্না তাদের সেনাদের পক্ষে স্বাভাবিক। ভিডিওটি টুইটার, ফেসবুকসহ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে গিয়েছে, তাৎপর্যপূর্ণভাবে এটি ছড়িয়েছেন পাকিস্তানি কমেডিয়ান জায়েদ হামিদ।

তিনি আবার লিখেছেন, আমরা পাকিস্তানীরা তোমায় সমর্থন করি চীন। সাহস রাখ।