জীবিকার সন্ধানে প্রতিদিন

জীবিকার সন্ধানে প্রতিদিন

চট্টগ্রাম : প্রতিদিনের মতো এদিনও খুব ভোরেই বেড়িয়ে ছিলেন রুটি রুজির সন্ধানে। কুড়িয়ে পাওয়া প্লাস্টিক, ব্যবহৃত বোতল, পুরোনো কাগজ, ব্যবহার অযোগ্য পণ্য কখনো কিনে নেন। আবার কখনো নেন কুড়িয়ে। এবার ভ্যানভর্তির পালা। আজ রহমানের ভ্যান কানায় কানায় পূর্ণ। নাওয়া-খাওয়াহীন রহমানের সঙ্গীসহ ভ্যানটা টেনেটুনে, ঠেলেঠুলে বাড়ি ফিরছেন পরন্ত বিকেলে। এসব বিক্রয় হবে। তাতেই জুটবে মুখের খাবার, মিলবে অসুখের পথ্যও। তৃষ্ণায় ফাটা গলাটা এবার তৃপ্তিতে ভিজে আসছে। কিন্তু পড়নের পিরানটা আর যোগার হয় না_সে ভাবনায় রহমানের প্রায়ই চিন্তা হয়। ছোট্ট ছেলেটার পায়ে জুতা নেই। আর স্ত্রী মমতার পড়নের শাড়ীটা ছিঁড়ছে বহুদিন ধরে। এমন দুশ্চিন্তায় রহমান প্রতিদিনই ছুটছে জীবিকার সন্ধানে। এভাবে আর কতদিন চলবে। রিক্সাভ্যানে বিশাল স্তুপ। পাঁজরভাঙ্গা খাটুনি। চিন্তাটা কখনো কখনো দুশ্চিন্তায় রূপ নেয়। দুঃস্বপ্নের ঘোরে ভাঙা ঘুম আর আসে না। মসজিদ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি, কাক-পাখি ডাক। চারদিকে ছড়িয়ে পরছে সূর্য্যের হাসি। আসছে আরো একটি নতুন ভোর, আসছে আরো একটি জীবন যুদ্ধের ক্ষণ।

শেয়ার করুন