প্রতি ৩০ দিন অন্তর গুগল ড্রাইভ থেকে মুছে যাবে তথ্য

গুগল ড্রাইভ

পরিবর্তন আসছে গুগল ড্রাইভ সেবায়। প্রতি ৩০ দিন পর পর ট্রাশে থাকা ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে (ডিলিট) যাবে। আগামী অক্টোবরের ৩০ তারিখ থেকে এ সেবা কার্যক্রম শুরু করবে গুগল।

বর্তমানে গুগল ড্রাইভের ট্র্যাশে অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন আইটেম রয়ে যায়। ব্যবহারকারীকে সেখান থেকে অপ্রয়োজনীয় আইটেমগুলো ডিলিট করতে হয়। গুগল এই প্রক্রিয়ায় শেষ পর্যন্ত পরিবর্তন আনতে যাচ্ছে। ড্রাইভের নতুন ফিচারের মাধ্যমে জি-স্যুট ব্যবহারকারীরা ২৫ দিনের মধ্যে ট্র্যাশ সেকশন থেকে আইটেম রিস্টোর করতে পারবেন।

আরো পড়ুন : ভ্রাম্যমাণ আদালতে জব্দ সিলিন্ডারের গ্যাস নির্গত করল প্রশাসন
আরো পড়ুন : মৎস্য শিল্প কেন্দ্র ফিশারীঘাট ধ্বংসের পাঁয়তারা রুখে দেবে মৎস্যজীবীরা

বিভিন্ন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জি-মেইলের রি-ডিজাইন চালু করতে পারে গুগল। জি-মেইলের লোগো পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেবাটিতে বেশকিছু নতুন সুবিধাও যুক্ত হবে বলে শোনা যাচ্ছে। ২০০৪ সাল থেকে একই লোগো ব্যবহার করে আসছে জি-মেইল।

শেয়ার করুন