সুনামগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি, আটক ৪

আটক

সুনামগঞ্জ : তাহিরপুর ও দোয়ারা বাজার উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে পাচারকালে ৬৮বস্তা চালসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে দুই উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হল- তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নামাগাও গ্রামের প্রভাত ও আলাল মিয়া এবং দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাও গ্রামের আনোয়র হোসেনের আনু ও মাসুক আলম।

দোয়ারা বাজার উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল কালোবাজারে পাচারকালে বুধবার রাতে পান্ডারগাও গ্রামের আনোয়ার হোসেনের আনু ও মাসুক আলমকে দোয়ারা বাজার থানা পুলিশ আটক করে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি নাজির আলম। অন্যদিকে তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১০বস্তা চালসহ দুইজনকে আটক করেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ডিলারসহ ৮জনকে আসামী করে মামলা দায়ের করেছে তাহিরপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা। তবে ধরাছোয়ার বাহিরে রয়েছে মূল আসামীরা।