চসিককে বৃদ্ধাঙ্গুলী, উচ্ছেদের পর ফের দখল

ফুটপাতে চসিকের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) চলমান অভিযানের মধ্যে ৩০ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী মেইন সড়কের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পরপরই আবার হকাররা নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, বায়েজিদ এলাকায় হকারদের ফুটপাত দখলের নেপথ্যে রয়েছেন হকার বাবুল, জাহাঙ্গীর, সিরাজ নামের তিন ব্যক্তি। তারমধ্যে বাবুল নিজেকে বায়েজিদ উইনিট হকার সমিতির সভাপতি এবং জাহাঙ্গীর ও সিরাজ নিজেদেরকে হকার নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

উচ্ছেদের পর ফের দখল

চসিক প্রশাসক নগরীর ২নং গেইট থেকে বায়েজিদ অক্সিজেন মোড় পর্যন্ত এ অভিযান চালায়।

অভিযোগ রয়েছে, বায়েজিদ বোস্তামী মাজার পুকুর পূর্ব পাড়ে গণপূর্তের জায়গার উপর ও চা বোর্ড পর্যন্ত ফুটপাত নিয়ন্ত্রণ করে বাবুল, বায়েজিদ হোটেলের উত্তর পাশ থেকে ক্যান্টনমেন্ট সুপার মার্কেট পর্যন্ত জাহাঙ্গীর, বিআরটিসি রোডের উভয় পাশে সিরাজের নিয়ন্ত্রণে রয়েছে। তিন সিন্ডিকেট মিলে বায়েজিদে ফুটপাত দখলে সক্রিয়।

আরো পড়ুন : সিলিং ফ্যানে ঝুলে মডেল মাহির আত্মহত্যা চট্টগ্রামে
আরো পড়ুন : সুনামগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি, আটক ৪

এ বিষয়ে বৃহত্তর বায়েজিদ বোস্তামী ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেন, ফুটপাতে যারা ব্যবসা করে তাদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের সমিতির অধীনে ৩০টি মার্কেট আছে। পুনরায় ফুটপাত দখলে চলে গেলে পথচারীদের চলাচলে সেই ভোগান্তি রয়েই যাবে।

শেয়ার করুন