নগরীতে সিএমপির ১৪৫ বিট পুলিশিং কার্যক্রম শুরু

নগরীতে সিএমপির ১৪৫ বিট পুলিশিং কার্যক্রম শুরু

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে নগরজুড়ে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে কোমলমতি শিশু কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সঠিক ও আলোর পথে ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সিএমপি।

শনিবার (৩ অক্টোবর) মহানগরীর ১৪৫ বিট অফিসে একযোগে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : কক্সবাজারের নতুন এসপি করোনায় আক্রান্ত
আরো পড়ুন : দূর্দিনে মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ : রেজাউল

সভায় বিট অফিসারগণ স্ব স্ব বিট এলাকার স্থানীয় জনগণের সাথে কিশোর গ্যাং কার্যক্রম, স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের তথ্য প্রদান ইত্যাদি প্রসংগে মতবিনিময় করেন এবং কিশোর গ্যাং এর বাস্তব পরিণতি নিয়ে আলোচনা করেন। এলাকায় কিশোর গ্যাং কার্যক্রম সম্বলিত তথ্য ও তাদের নিয়ন্ত্রণকারীদের বিষয়ে থাকলে তা জানানোর অনুরোধ করেন।

নগরজুড়ে অপরাধমূলক কার্যক্রমে দ্রুত কিশোরদের জড়িয়ে যাওয়া ঠেকাতেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ উদ্যোগ গ্রহণ করেন।

এসময় সভায় উপস্থিত সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিট পুলিশিং এর এই উদ্যোগকে স্বাগত জানান। উপস্থিত বক্তব্যে তারা সমাজের নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার মতামত প্রদান করেন।

শেয়ার করুন