কক্সবাজারে ডাকাতের গুলিতে শিশু শিল্পী নিহত

শিশুশিল্পী জনি দে রাজ

শামীম ইকবাল চৌধুরী (নাইক্ষ্যংছড়ি) : কক্সবাজার সদরের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতের গুলিতে জনপ্রিয় শিশু শিল্পী জনি দে রাজ নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জনি রামু ঈদগড় ৪নং ওয়ার্ডের পূর্বরাজঘাট এলাকার তপন দে’র পুত্র। সে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল এবং পেশায় কন্ঠশিল্পী।

আরো পড়ুন : কর্ণফুলী নদীর হালদামুখ থেকে ৫শ’ ঘনফুট সেগুন কাঠ জব্দ
আরো পড়ুন : চবি ছাত্রীকে হয়রানি করায় বাস হেল্পারকে গণধোলাই

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগড় ৪নং ওয়ার্ডের ইউপি মো. আলমগীর হোসেন জানান, ঈদগাঁও থেকে ঈদগড় আসার পথে হিমছড়ি ঢালায় সিএনজিবাহী যাত্রীরা ডাকাতির শিকার হন। এসময় ডাকাতের গুলিতে কণ্ঠশিল্পী জনি নিহত হয়েছে। এসময় অন্যান্য যাত্রীদেরও আঘাত করা হয়েছে।

তিনি জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে।