নগরজুড়ে তিয়ানস এমএলএম ফাঁদ

সরকারের সকল নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও চলছে বহুধাপ বিপণন (এমএলএম) কার্যক্রম। মিথ্যা প্রলোভনে কথিত ডিস্ট্রিবিউটর করার নামে অযাচিত কিংবা অদৃশ্য পণ্য ক্রয় করতে কার্যত বাধ্য করা হয়। এমন একটি এমএলএম কোম্পানী তিয়ানস বাংলাদেশ লিমিটেড। যথাযথ আইন প্রয়োগ না করা এবং সাধারণ মানুষের অসচেতনতায় দিন দিন বারছে কথিত ডিস্টিবিউটর। অনেকে স্বর্বস্ব হারিয়ে নি:স্ব হয়েছে। তারা আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছে। এমএলএম আইনে বলা হয়েছে লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসা করলে ১০ বছরের কারাদ- এবং ৫০ লাখ টাকা জরিমানা।

অনুসন্ধানে জানা গেছে, ডেস্টিনি-২০০০ এবং ইউনিপে-২ এর পরণতি আর ক্ষতিগ্রস্ত বিনিয়োগ কারীদের ঘাঁ না শুকাতে আবারও দেশজুড়ে ঝেঁকে বসেছে তিয়ানস বাংলাদেশ কোং লি: নামের একটি এমএলএম ব্যবসা প্রতিষ্ঠান। মুখরোচক নানা লোভনীয় প্রস্তাবের সাথে বাস্তবতার কোন মিল নেই। বিনিয়োগ শতভাগ ঝুঁকিপূর্ণ-কথাচ্ছলে স্বীকার করে খোদ তিয়ানস লিডার মহিন উদ্দিন বলেন-‘তিয়ানস-এর এমএলএম ব্যবসার লাইসেন্স নেই। তাই আমার ঝুঁকি কেউ নেয়নি। আপনার ঝুঁকিও কেউ নেবে না।’ অল্প পুঁজিতে অধিক মুনাফার লোভে লাইসেন্সবিহীন এমএলএম ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ কিংবা কথিত ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

দুই হাজার দুইশ’ টাকার কথিত ডিস্ট্রিবিউটর কার্ড

তিয়ানস ডিস্ট্রিবিউটর গোলাম রসুল সুমন জানালেন-তিনি ওয়ার্কসপ এ কাজ করতেন। সেই কাজ ছেড়েছেন সাত মাস আগে। আরেক সুমন ও কাপিয়া বেগম গার্মেন্টস কর্মী। ঈমাম হোসেন একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করেন। তবে রিয়াজ নামের একজন এর আগে কি করতেন তা বলেননি। তারা সবাই এখন তিয়ানস ডিস্ট্রিবিউটর। এলজিইডি ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স হলে ট্রেনিংশেষে তাদের সাথে কথা হয় এই প্রতিবেদকের। তাদের ভাষায়-‘চাকুরী করা পরের কাজ করা। আর তিয়ানস এর ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করা অর্থ নিজে ব্যবসা করা।’ পরে তারা সবাই এই প্রতিবেদকের সামনে একটি ছক তুলে ধরেন। ছকে দেখানো হয়েছে কিভাবে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। কিভাবে অতি অল্প সময়ে বাড়ি-গাড়ির মালিক হওয়া সম্ভব।

তিয়ানস এর স্টার র‌্যাঙ্কধারী মোশাররফ হোসেন, রেজাউল করিম, গোলাম ফারুখ সবুজ। ডিস্ট্রিবিউটর হওয়ার আগ্রহ প্রকাশ করে তাদের কাছে জানতে চাই-এমএলএম ব্যবসার লাইসেন্স কিংবা ট্রেড লাইসেন্স আছে কিনা? এমন প্রশ্নে তারা সকলেই বিষয়টি এড়িয়ে গেছেন। বলেছেন-আগ্রাবাদ বনানীর সামনে তিয়ানস অফিসে আসেন। সব অফিসে আছে। এর পর কয়েকবার অফিসে যোগাযোগ কেরও লাইসেন্স সম্পর্তিত কোন তথ্য পাওয়া যায়নি। তবে একই প্রশ্নে চতুর তিয়ানস ডিস্ট্রিবিউটর মো. রিয়াজ পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন-‘লাইসেন্স না থাকলে সরকারি ভবনে কিভাবে ট্রেনিং হয়। আগ্রাবাদে অফিস ভাড়া আড়াই কোটি টাকা আর বন্দরটিলায় অফিস ভাড়া দেড় লাখ টাকা ভাড়া কিভাবে দেয় কোম্পানী। লিডার কিভাবে গাড়ী কিনে।’ এসময় একটি গাড়ি দেখিয়ে রিয়াজ বলেন-‘গাড়িটা গত সপ্তাহে নিয়েছেন লিডার মহিন উদ্দিন স্যার।’

টেলিফোনে যোগাযোগ করলে লিডার মহিন উদ্দিন বলেন-‘আমি হোটেল রেডিসনে বিজনেস ট্রেনিং এর আছি।’ আগ্রহ প্রকাশ করি রেডিসনে ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার। জবাবে মহিন বলেন-‘আপনি এখনো ডিস্ট্রিবিউটর হননি। তাছাড়া এ ট্রেনিং তিয়ানস এর নির্দিষ্ট র‌্যাঙ্কধারীদের জন্য।’ জানতে চাই বহুস্তর বিপণন ও বিক্রয় কার্যক্রমের সরকারি লাইসেন্স আছে কিনা? এমন প্রশ্নে লিডার  মহিন উদ্দিন বলেন-‘ভাই লাইসেন্স নেই, কিন্তু আদালতের স্থগিতাদেশ আছে।’ স্থগিতাদেশের উপর ভিত্তি করে কিভাবে এত টাকা বিনিয়োগ করবো দায়-দায়িত্ব কে নেবে? এই প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি বলেন-‘আমার ঝুঁকি কেউ নেয়নি। আপনার ঝুঁকিও কেউ নেবে না। আপনি এখনো নেগেটিভ তাই এতকিছু ভাবছেন। আর আমি পজেটিভ-আমি ভেবে চিন্তে এখানে এসেছি। রেডিসনে প্রোগ্রাম করছি।’ ডেষ্টিনি-২০০০ কিংবা ইউনিপে-২ এর মতো প্রতিষ্ঠানের পরিণতি স্মরণ করিয়ে দিলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন করলেও তিনি আর রিসিভ করেননি।

পঁচিশ হাজার ছয়শ’ টাকা নিয়ে গ্রাহককে নিতে বাধ্য করা হয়েছে ওষধ জাতীয় অযাচিত পণ্য।

জানা গেছে, চট্টগ্রামের অভিজাত হোটেল রেডিসন ব্লু, হোটেল এসআর, আগ্রাবাদ এলাকার সকাল-সন্ধ্যা কনভেনশন হল, মুরাদপুরের এলজিইডি ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স হল ছাড়াও বিভিন্ন কমিউনিটি সেন্টার এবং অভিজাত হোটেলে এমএলএম ব্যবসার কথিত ট্রেনিং এর নামে সাধারণ মানুষের মগজ ধোলাই করা হয়। নানা যুক্তি-উপমা ছুঁড়ে আমন্ত্রিত অতিথিদের মন্ত্রমুগ্ধ করে লাখ লাখ টাকা আয়ের অলিক স্বপ্নের দেখানো হয়। ওই ট্রেনিংশেষে অনেকেই অল্প পুুঁজিতে অধিক লাভের লোভে পওে পণ্য ক্রয়ের নামে বিনিয়োগ করে। ওইসময় শতভাগ ঝুঁকির বিষয়টি তাদের মাথায় থাকে না। সম্বিত ফিরে তখন, যখন নিজেরা শিকার খোঁজার পরামর্শ পান লিডারদের কাছ থেকে। ওইসময় হায় হায় ছাড়া তাদের আর কিছুই করার থাকে না।

এমএলএম কার্যক্রম নিয়ন্ত্রণ আইন :
বহুধাপ বিপণন এমএলএম কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইনে বলা হয়েছে, নতুন আইনটি প্রণয়নের ফলে লাইসেন্স ছাড়া বহুধাপ বিপণন কার্যক্রম চালানো যাবে না; যেসব প্রতিষ্ঠানের এই কার্যক্রম রয়েছে, আইনটি পাসের পর ৯০ দিনের মধ্যে তাদের লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া কেউ এই কার্যক্রম চালালে তার ১০ বছর কারাদন্ড ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে আইনে।

শেয়ার করুন