সিআইডির জালে যাত্রীবেশে গাড়ি ছিনতাই চক্রের ৬ সদস্য

সিআইডির জালে যাত্রীবেশে গাড়ি ছিনতাই চক্রের ৬ সদস্য

চট্টগ্রাম : যাত্রী বেশে প্রাইভেট কার ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে সিআইডি। তাদের কবল থেকে উদ্ধার করা হয়েছে একটি প্রাইভেট কার। ছিনতাইয়ে বাধা পেলে চলন্ত গাড়ি থেকে চালককে ফেলে দেয় এই চক্রের সদস্যরা। আবার অনেক সময় হত্যাও করা হয় চালককে।

নগরীর বিভিন্ন প্রবেশমুখে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওঁৎ পেতে থাকে তারা। পরে যাত্রীবেশে টার্গেট করা গাড়িতে উঠে চালককে ফেলে দিয়ে গাড়ি ছিনিয়ে নেয়। অনেক সময় গাড়ি আটকে রেখে বিকাশের মাধ্যমে মালিকের কাছ থেকে টাকা আদায় করে।

আরো পড়ুন : ঝাড়ফুঁক-অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি পরিহার করতে হবে
আরো পড়ুন : নববধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার পটিয়ায়

গত ২৬ সেপ্টেম্বর সীতাকুন্ড থানার একটি গাড়ি ছিনতাইয়ের মামলার তদন্ত করতে গিয়ে সিআইডি এই চক্রের সন্ধান পায়।

বৃহত্তর চট্টগ্রামের গাড়ি চোর সিন্ডিকেটের অন্যতম বড় দল এটি। এই দলের সবার বিরুদ্ধে রয়েছে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা।

চট্টগ্রাম সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা তাদের অপরাধ স্বীকার করেছে। চট্টগ্রাম সিআইডি পরিদর্শক ফজলুল কাদের চৌধুরী জানান, এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে সিআইডি।

শেয়ার করুন