এবার চাঁদাবাজির মামলায় গ্রেফতার ভোলা

আটক এহতেশামুল হক ভোলা

চট্টগ্রাম : দেশের বহুল আলোচিত এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার অন্যতম আসামী এহতেশামুল হক ভোলাকে এবার চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর বাকলিয়া থানার ৫ নম্বর ব্রিজ খালপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভোলাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আরো পড়ুন : বান্দরবানে সাবেক ইউপি মেম্বারকে গুলি করে হত্যা
আরো পড়ুন : এসএসসি পাসও করেননি, তবুও তিনি ডাক্তার

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, মিতু হত্যায় জড়িত অন্যতম আসামী এহতেশামুল হক ভোলা দীর্ঘ ১০ মাস পূর্বে জামিনে বের হয়ে পুনরায় চাঁদাবাজি ও ছিনতাইসহ নানান অপকর্মে জড়িয়ে পরে। তার অত্যাচারে পুরো এলাকার মানুষ অতিষ্ঠ।

সম্প্রতি মো. এমদাদুল আলম নামের এক ব্যক্তির নিকট চাঁদা দাবী করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করে। ওই ভুক্তভোগীর এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, খুন, রাহাজানি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত দেড় ডজন মামলা বিচারাধীন রয়েছে।

আটক ভোলার বিরুদ্ধে আরো একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।।

শেয়ার করুন