নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সকলকে সচেতন হতে হবে

খুলশী থানা ২৭নং বিট পুলিশিং কমিটির নারী নির্যাতন বিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন এস আই মোঃ আলী বিন-কাসেম (হেলাল)

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) খুলশী থানার ২৭নং বিট পুলিশের অফিসার এস আই মো. আলী বিন-কাসিম (হেলাল) বলেছেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ_এ প্রতিপাদ্যে গঠিত বিট পুলিশিং কার্যক্রম ইতিমধ্যেই জনগনের সাথে পুলিশের সাথে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে। নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি_এই শ্লোগানকে মনে প্রাণে আন্তরিকতার সহিত গ্রহণ করে নারী নির্যাতন বন্ধ করে দেশের উন্নয়নে নারীর অবদানকে মূল্যায়ন করতে হবে।

নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সর্বস্তরের সচেতনার পাশাপাশি পরিবারের সকলকে সচেতন হতে হবে। যেখানে যখনই নারী নির্যাতনের ঘটনা ঘটবে তখনই ৯৯৯ নম্বরে কল করে পুলিশ প্রশাসনকে সহায়তা করার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারী সামাজিক অনৈতিক কর্মকান্ড সৃষ্টিকারী, কিশোর গ্যাং ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার আহবান জানান।

আরো পড়ুন : বায়েজিদে ২ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ
আরো পড়ুন : গণধর্ষণের অভিযোগে ২জন গ্রেফতার বান্দরবানে

চট্টগ্রামের খুলশী থানাধীন ২৭নং বিট পুলিশিং কমিটির উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে এ আহবান জানান।

ঝাউতলা ডিজেল কলোনী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. জাফর উল্লাহ মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হান্নান হীরা, পানির টাংকি সমাজ কল্যাণ পরিষদের পক্ষে মানবাধিকার কর্মী মো. মাইনুদ্দিন, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড এনজিও নারী নেত্রী জোহরা খানম তারু, ডিজেল কলোনী ক্রীড়া সংস্থার সভাপতি মো. মোবারক করিম, নারী নেত্রী আলেয়া বেগম, মো. জামাল উদ্দিন, তরুণ সমাজের পক্ষে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মো. বেলাল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন খুলশী থানার এসআই অমিত ভট্টাচার্য্য, এসআই মো. মানিক মিয়া, সামাজিক সংগঠন অক্ষয় আমরার প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুবেলসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষ।

শেয়ার করুন