ডাইল ইকবাল ইয়াবাসহ আটক চট্টগ্রামে

আটক ডাইল ইকবাল

চট্টগ্রাম : নিজস্ব একাধিক সোর্স তো ছিলই। ছিল পালানোর বিশেষ পথ। সংযোজন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এতসবের পরেও এবার ইয়াবাসহ পুলিশের জালে ধরা পরলেন মদাকের গডফাদার মো. ইকবাল হোসেন প্রকাশ ডাইল ইকবাল। আটক ইকবাল এসি দত্ত লেইনের শফি সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে দুই ডজনের অধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ২২ বছরে ৩০ বার গ্রেফতার হয়ে জেলে গেছে তিনি।

বুধবার (২১ অক্টোবর) এসি দত্ত লেইন থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরো পড়ুন : স্ক্যাভেটরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন : ঘুমধুমে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এসি দত্ত লেইন এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. ইকবাল প্রকাশ ডাইল ইকবালকে গ্রেফতার করা হয়েছে। ইকবাল কোতোয়ালী এলাকার মাদকের গডফাদার। তাকে আমরা খুঁজছিলাম।

ওসি মহসীন বলেন, ডাইল ইকবাল গত ২২ বছরে ৩০ বার গ্রেফতার হয়ে কারাগারে গেছেন। তার বিরুদ্ধে দুই ডজনের অধিক মামলা রয়েছে। ইকবাল গ্রেফতার এড়াতে তার বাড়িতে লাগিয়েছেন সিসিটিভি ক্যামেরা। ভবনের তৃতীয় জানালা কেটে তৈরি করেছেন পালানোর বিশেষ পথ।

শেয়ার করুন