শুক্রবার সিরাজুল ইসলাম চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী

মরহুম সিরাজুল ইসলাম চৌধুরী

চট্টগ্রাম : বোয়ালখালীর কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর সমাজসেবক সিরাজুল ইসলাম চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৭ টায় শেখ বাহাদুর জামে মসজিদে খতমে কোরান, দোয়া মাহফিল, কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ৮টায় আহলা চাইল্ড কেয়ার একাডেমীতে চিত্রাংকন, সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতা, বিকাল ৩টায় আহলা আছাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সিরাজুল ইসলাম চৌধুরী স্মৃতি পাঠাগার উদ্বোধন, স্মরণসভা ,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ।

আরো পড়ুন : সবুজ পাহাড়ে আর্ট ক্যাম্প : শিল্পীর তুলিতে ঐতিহ্যের প্রতিচ্ছবি
আরো পড়ুন : হালদায় ভেসে উঠল ৯কেজি ওজনের মৃত কাতাল

বিকালে সিরাজ আনোয়ারা ফাউন্ডেশন ও আহলা সমাজ কল্যান সংস্থা পরিচালিত আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী স্মৃতি পাঠাগার উদ্বোধন করবেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, প্রধান অতিথি থাকবেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া খাতুন, বিশেষ অতিথি থাকবেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী,ইসলাম গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জাফরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী,বোয়ালখালী সিরাজুল ইসলাম (ডিগ্রী) কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোহাম্মদ ইউনুচ, শিক্ষক নেতা, কলামিস্ট অধ্যাপক কানাই দাশ, আবদুস সোবাহান মেমোরিয়াল ট্রাস্ট এর পরিচালক মো. ফরিদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, আনোয়ারা ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক কুনাল বিকাশ চৌধুরী, আহলা-কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান, সভাপতিত্ব করবেন স্মরণ সভা কমিটির চেয়ারম্যান গোলাম ফারুক চৌধুরী।

দিনব্যাপী আয়োজনে সকলের উপস্থিতি কামনা করেছেন স্মরনসভা কমিটির আহবায়ক নুর মোহাম্মদ, সচিব মো. জসিম উদ্দীন, যুগ্ম সচিব সুরঞ্জন বড়ুয়া।

শেয়ার করুন