সীতাকুণ্ড ট্রাফিক জোনে পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস

সীতাকুণ্ড ট্রাফিক জোনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

চট্টগ্রাম (সীতাকুন্ড) : নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে সীতাকুণ্ড ট্রাফিক বিভাগ।বৃস্পতিবার (২২ অক্টোবর) সারা দেশের মত সীতাকুণ্ডেও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও সড়ক সচেতনতা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

বেলা সাড়ে ১১ টায় সীতাকুণ্ড মডেল থানায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার ওসি তদন্ত সুমন বণিক, সীতাকুণ্ড জোনের ট্রাফিক ইন্সপেক্টর রফিক আহমেদ মজুমদার, সার্জেন্ট খায়রুল হাসান, জাহিদ হাসান। এতে পরিবহন শ্রমিক, স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : বৃক্ষরোপণের মধ্যে দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
আরো পড়ুন : সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতা তৌহিদ বেঁচে নেই

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এ বছরে দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ যথার্থ হয়েছে উল্লেখ করে সীতাকুণ্ড থানার ওসি তদন্ত সুমন বণিক বলেন, টেকসই অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে উন্নত পরিবহন সেবার বিকল্প নেই।

সীতাকুণ্ড জোনের ট্রাফিক ইন্সপেক্টর রফিক আহমেদ মজুমদার, সড়ক দুর্ঘটনাজনিত জীবনহানি, জখম এবং আর্থিক ক্ষয়-ক্ষতির পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে সড়ক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণের গুরুত্ব অপরিসীম।