হাটহাজারীতে শিশু পরিবারের আরো অর্ধ কোটি টাকার ভূমি উদ্ধার

হাটহাজারীতে শিশু পরিবারের আরো অর্ধ কোটি টাকার ভূমি উদ্ধার

চট্টগ্রাম (চট্টগ্রাম) : হাটহাজারীতে অভিযান চালিয়ে সরকারি শিশু পরিবারের মালিকানাধীন আরো অর্ধ কোটি টাকা মূল্যের ৪ শতক জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দীর্ঘ আড়াই ঘন্টার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, রুহুল আমীন। এসময় ৪শতক জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় প্রায় অর্ধ কোটি টাকা।

আরো পড়ুন : ভাইরাল শুভশ্রীর ছেলের যে ছবি
আরো পড়ুন : পাকিস্তানের মাদ্রাসায় বিস্ফোরণে নিহত ৭, আহত ৭০

উপজেলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ফরহাদাবাদে অবস্থিত সরকারি শিশু পরিবারের মালিকানাধীন উদ্ধারকৃত জমিগুলো অবৈধভাবে দখল করে সেখানে পাকা আধাপাকা টিনসেডসহ ৮টি দোকানঘর নির্মাণ করে দখলে রেখেছিল দখলকারীরা। দখলমুক্ত করার জন্য বার বার নোটিশ করা হলেও তারা দখল ছাড়েনি। পরে অবিযান চালিয়ে ওইসব অবৈধ দোকান গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি শরীফ উল্যাহ, স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলি আকবর, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, অভিযান চালিয়ে এপর্যন্ত শিশু পরিবারের মালিকাধীন ২ হাজার ৫শ বর্গফুট জায়গা উদ্ধার করে উপজেলা প্রশাসন।