নারী ও শিশু নির্যাতন বন্ধে বান্দরবানের যুব সমাবেশে অঙ্গীকার

নারী ও শিশু নির্যাতন বন্ধে বান্দরবানরে যুব সমাবেশে অঙ্গীকার

বান্দরবান : আসুন সবাই মিলে রুখে দাঁড়ায়, আওয়াজ তুলি, নারী ও শিশু ধর্ষণসহ সকল নির্যাতন বন্ধে অঙ্গীকার বদ্ধ হই_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে হয়ে গেলো যুব সমাবেশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিএনকেএস এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও সিডার এর সহযোগিতায় বান্দরবান জেলা সহরের অরুণ সারকী টাউন হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য চট্টগ্রাম : পার্বত্যমন্ত্রী
আরো পড়ুন : সংখ্যা ভারী কেন্দ্র কমিটি নয় নিবেদিত কেন্দ্র কমিটি চাই : নাছির

বিএনকেএস এর নির্বাহী পরিচালক হ্লা সিং নু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা, বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডা: অং শৈ প্রু চৌধুরী, জেলা লিগাল এইড কর্মকর্তা মো. আবুল মনছুর ছিদ্দিকী, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যাসা প্রু, সিং ইয়াং ¤্রাে ও বান্দরবানে কর্মরত ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা রোধে ও নিরাপদ সমাজ গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, উক্ত যুব সমাবেশে প্রায় ৫ শতাধিক যুবক যুবতি অংশগ্রহণ করেন।