মুজিবনগর দিবসে আ.লীগের কর্মসূচি
মহিউদ্দিন নাছির আসছেন এক মঞ্চে

সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম : নগর আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা এক মঞ্চে আসছেন। পরস্পরবিরোধী বিষোদগার কাঁদা ছুঁড়াছুড়ির পর আজ (১৭ এপ্রিল) মুজিব নগর দিবসের আলোচনা সভায় একই মঞ্চে বসছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং মেয়র আ জ ম নাছির উদ্দিন। দুই শীর্ষ নেতার অনুসারীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে নগর আওয়ালীগের এই দুই নেতার একই মঞ্চে উপস্থিতি নিয়ে উভয় পক্ষের অনুসারীরা শো-ডাউনের মাধ্যমে নিজেদের কর্তৃত্ব জাহির করতে পারেন বলে জানা গেছে।

লালদিঘি ময়দানে নগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমাবেশের পর কিছুদিন ধরে নগর আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ এবং প্রকাশ্য বিষোদগার চলছে।

দুই শীর্ষ নেতার অনুসারীদের মাঝে উত্তেজনার পারদ চরমে। সমাবেশের পর দিন মহিউদ্দিন চৌধুরী সংবাদ সম্মেলনে ঘোষণা দেন অপশক্তি দমনে প্রয়োজনে লাঠি ব্যবহার করবেন। তার কাছে পাঁচ হাজার লাঠি মজুদ আছে বলেও হুশিয়ার করেন। এতে কার্যত নগর ছাত্রলীগ এবং যুবলীগ দুই ভাগে বিভক্ত হয়ে পরে। পরে মহিউদ্দিন চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে কাউন্সিলররা চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমালোচনা করে। গত শনিবার তারা প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এবং গৃহকর বিষয়ে সচেতনামূলক সমাবেশ এবং র‌্যালির আয়োজন করেন।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা তাদের এই দ্বৈরথ মোটেও পছন্দ করছেন না। নগর, থানা এমনকি ওয়ার্ড আওয়ামী লীগ নেতারাও এই বিবাদ থেকে নিজেদের নিরাপদ দূরত্বে রেখেছেন। এরই মাঝে দুই নেতা আজ মুজিব নগর দিবসের আলোচনা সভায় একই মঞ্চে অংশগ্রহণ করতে যাচ্ছেন।

সিটি মেয়রের অনুসারী জানান, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন রাষ্ট্রীয় কাজে ঢাকায় গেছেন। আজ (সোমবার) আসার কথা রয়েছে। তিনি চট্টগ্রামে এলে অবশ্যই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

দলীয় একটি বিশ্বস্ত সূত্রে দাবী, নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন দুই শীর্ষ নেতার সাথে কথা হয়েছে। তারা দুইজনই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই দুই নেতার মধ্যে মতবিরোধ থাকলেও দলীয় কার্যক্রমের বিষয়ে তারা ঐক্যবদ্ধ।

শেয়ার করুন