মিরসরাইয়ের ২০ প্রতিবন্ধী পেল সহায়ক উপকরণ

মিরসরাইয়ের ২০ প্রতিবন্ধী পেল সহায়ক উপকরণ

চট্টগ্রাম (মিরসরাই) : মিরসরাইয়ের ২০জন প্রতিবন্ধী পেলো ৩২টি সহায়ক উপকরণ। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্তরে হ্যান্ডিকাপ ইন্টারন্যাশনাল-হিউম্যানিটি এ্যান্ড ইনক্লুশন (এইচআই) ও ইপসা এর আয়োজনে ‘টেকিং সাকসেসফুল ইনোভেশনটু স্কেল-পাথওয়েজ ফর ডিজাবিলিটি-ইনক্লুসিভ গ্রাজুয়েশন আউট অফ পোভার্টি’ প্রকল্পের আওতায় এ উপকরণ বিতরণ করা হয়।

আরো পড়ুন : চুয়েট ভিসির সাথে ইউজিসি সদস্যের মতবিনিময়
আরো পড়ুন : বগুড়ায় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ : গ্রাম্য মাতব্বরসহ গ্রেফতার ৩

উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান। এসয় উপস্থিত ছিলেন ঢাকাস্থ হ্যান্ডিকাপ ইন্টারন্যাশনাল-হিউম্যানিটি এ্যান্ডইনক্লুশন এর প্রজেক্ট ম্যনেজার মো. মুসলিম উদ্দিন, ইপসা এর প্রজেক্ট কোর্ডিনেটর নেওয়াজ মাহমুদ ও এরিয়া ম্যনেজার মশিউর রহমান এবং সীতাকুন্ড প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সেক্রেটারী জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে মিরসরাই উপজেলার ২০জন উপকারভোগীর মাঝে ৩২টি সহায়ক উপকরন বিতরন করা হয়। উপকরণগুলোর মাঝে রয়েছে হুইল চেয়ার, ট্রাই-সাইকেল, স্পেশালসীট চেয়ার, ওয়াকিং ফ্রেম, এলবো ক্রাচ, কানে শোনার যন্ত্র, চশমা ও হাটার লাঠি ইত্যাদি।