প্রবাসীর সাথে প্রতারণা : পুলিশের হাতে আটক প্রতারক

ফরহাদ হোসেন রনি

চট্টগ্রাম : হারানো পাসপোর্ট পেয়েছেন। সেই পাসপোর্ট ফেরত দেয়ার আশ্বাস দিয়ে ওই প্রবাসির কাছ থেকে বিকাশে ৫ হাজার টাকা দাবী করেন। পাসপোর্ট পাওয়ার আশায় বিকালে টাকা পরিশোধ করেন। এবার পাসপোর্ট ফেরত না দিয়ে বিভিন্ন রকম টালবাহান করতে থাকলে সন্দেহ হয় প্রবাসীর। এরপর পুলিশের সহায়তা চান। এরপর আরো ৫ হাজার টাকা নিয়ে পাসপোর্ট ফেরত দেয়ার অনুরোধ জানান। এবার নগদ টাকা নিতে এসে কোতোয়ালী থানা পুলিশের হাতে আটক হলেন ফরহাদ হোসেন রনি নামের ওই প্রতারক। তিনি নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন ইয়ারপুর এলাকার মো. সালাউদ্দিনের ছেলে।

আরো পড়ুন : নাজিরহাটে যাত্রা শুরু জামিয়া ফারুকীয়া মাদ্রাসার
আরো পড়ুন : নর্থ সাউথ শিক্ষার্থী পা‌য়েল হত্যা মামলায় ৩ জ‌নের মৃত্যুদণ্ড

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কালু খাঁ কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় কেনাকাটা করতে এসে তার পাসপোর্ট হারিয়েছিলেন। অনেক খুঁজেও না পেয়ে শেষ পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর ওই পাসপোর্ট ফেরত পেতে নিউমার্কেট এলাকায় মাইকিং করেন তিনি।

মাইকিং করে পাসপোর্ট ফিরে পেতে আকুতি জানান। কেউ পেয়ে থাকলে ফিরিয়ে দিলে তাকে উপযুক্ত সম্মানী দেওয়ার ঘোষণাও দেন কালু খাঁ। কালু খাঁ’র এমন মাইকিং শুনে তার দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করেন ফরহাদ হোসেন রনি (২৫)।

ফরহাদ হোসেন রনি কালু খাঁ’র হারানো পাসপোর্ট পেয়েছেন জানিয়ে বিকাশে ৫ হাজার টাকা পাঠাতে বলেন। কালু খাঁ ৫ হাজার টাকা বিকাশে পাঠান। টাকা পেয়েও পাসপোর্ট দিতে গড়িমসি করতে থাকেন ফরহাদ হোসেন রনি। পরে সন্দেহ হলে আরও ৫ হাজার টাকা নিয়ে পাসপোর্ট ফেরত দিতে অনুরোধ করেন কালু খাঁ। সেই টাকা নিতে আসলে পুলিশ সদস্যরা ফরহাদ হোসেন রনিকে আটক করে।

পুলিশের হাতে আটকের পর ফরহাদ হোসেন রনি স্বীকার করেন, তিনি কালু খাঁ’র হারানো পাসপোর্ট পাননি। মাইকিং শুনে টাকা হাতিয়ে নিতে এমন প্রতারণার আশ্রয় নেন ফরহাদ হোসেন রনি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ফরহাদ হোসেন রনি কালু খাঁ’র পাসপোর্ট হারানোর বিষয়ে মাইকিং শুনে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার জন্য পাসপোর্ট পেয়েছে জানিয়ে ফোন করেছে। বিকাশে ৫ হাজার টাকাও নিয়েছে। আটকের পর বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছে। ফরহাদ হোসেন রনির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন