ধর্ষণের মিথ্যা মামলা : বাদীর ৫ বছরের জেল

ছবি প্রতীকী

ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করার দায়ে ওই মামলার বাদী লিলিফা বানুকে ৫ বছরের কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ‘আসামি’কে মামলা থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত লিলিফা বানু জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের শাহজান আলীর মেয়ে।

সোমবার (২ নভেম্বর) বিকালে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী এ রায় দেন।

আরো পড়ুন : প্রবাসীর সাথে প্রতারণা : পুলিশের হাতে আটক প্রতারক
আরো পড়ুন : ৩ অফিসারকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন সিএমপি কমিশনার

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২২ জুন জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামে নিজ বাড়িতে লিলিফা বানু রাতে একা রুমে শুয়ে পড়েন। একই গ্রামের রুহুল আমিন রাতে কৌশলে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করে।

পরদিন লিলিফা বানু জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে বিচারক পুলিশকে মামলার তদন্ত করার নির্দেশ দেন। তদন্তে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে রুহুল আমিনকে শাস্তি দিতেই এমন মিথ্যা মামলা করা হয়।

রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন