নাইক্ষ্যংছড়ি আ’লীগের বিশেষ বর্ধিত সভা শনিবার

বাংলাদেশ আওয়ামী লীগ লগো

বান্দরবান : নাইক্ষ্যংছড়ি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতাদের নিয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা নাইক্ষ্যংছড়িস্থ বান্দরবান জেলা পরিষদ ডাকবাংলোর সভা কক্ষে অনুষ্ঠিত হবে।

আগামী শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন-ওয়ার্ডের তৃণমূল নেতাদের অংশগ্রহণে দিনব্যাপী বিশেষ বর্ধিত সভা হওয়ার কথা রয়েছে।

বান্দরবান জেলা পৌর মেয়র ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. বেবী ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আরো পড়ুন : দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছে সমবায় সংগঠনগুলো
আরো পড়ুন : এম্বুলেন্স চালক ইউনুসকে হত্যার পরিকল্পনা ফাঁস

এতে সভাপতিত্ব করবেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো. শফি উল্লাহ।

উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক শামীম ইকবাল চৌধুরী নয়াবাংলাকে জানিয়েছেন, আগামী শনিবারের বর্ধিত সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতারা এবং দল ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা যোগ দিবেন।

এতে ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের আওয়ামী লীগের মেয়াদ উর্ত্তীণ কমিটি পুর্নগঠনের সিদ্ধান্ত গ্রহণসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকেরা যোগ দেবেন। দলের জেলা আওয়ামীলীগের দায়িত্বরত নেতৃবৃন্দরা এতে উপস্থিত থাকবেন।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান এক বিবৃতিতে সংশ্নিষ্ট সবাইকে আগামী ৭ নভেম্ব সকাল ১০টায় ঘোষিত এই বিশেষ বর্ধিত সভায় স্বাস্থ্য বিধি মেনে মাক্স পরিধান করে তৃণমূলের নেতাদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।