গুলি করে স্থানীয় যুবক হত্যা : ৩ রোহিঙ্গা গ্রেফতার

গ্রেফতার :৩ রোহিঙ্গা

কক্সবাজার : টেকনাফে স্থানীয় এক যুবককে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রোহিঙ্গা সন্ত্রাসী জকিরের এক সহযোগীসহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার তিনজনের মধ্যে একজন রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য এবং অপর দুইজন সন্দেহভাজন স্থানীয় আব্দুস শুক্কুর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত। গ্রেফতারকৃতরা হলেন, রোহিঙ্গা ডাকাত জকিরের সহযোগী নয়াপাড়া ই-ব্লকের শেড নং-৯৭৩ এমআরসি-৫৪৩৯৪ এর বাসিন্দা আমির হামজার ছেলে শফি (৩০), একই ক্যাম্পের বি-ব্লকের শেড নং-১০৩৬ এর বাসিন্দা মুল্লুক আহমদের ছেলে দোস্ত মোহাম্মদ (৩৭) ও ই-ব্লকের মন্তর হোসেনের ছেলে জাফর হোসেন (৫৩)।

আরো পড়ুন : এম্বুলেন্স চালক ইউনুসকে হত্যার পরিকল্পনা ফাঁস
আরো পড়ুন : গোষ্ঠীপতি শাসিত সমাজে উৎসব হয় বউ চুরির

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ১৬ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান ও এটিএম তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ডাকাত জকিরের সহযোগীসহ তিনজন রোহিঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক কিছু স্বীকার করেছে। আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।