হাটহাজারীতে আহলে সুন্নাত ওয়াল জমাতের মানব বন্ধনে বক্তারা
কওমি সনদের স্বীকৃতি জঙ্গীদের হাতে লাইসেন্স করা অস্ত্রের মত

কওমি সনদ স্বীকৃতি দেয়ার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জমাতের বিক্ষোভ মিছিল। ছবি নয়াবাংলা

হাটহাজারী প্রতিনিধি : সরকার কর্তৃক কওমি মাদরাসা সনদ স্বীকৃতি দেয়ার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটি হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

গতকাল সোমবার (১৭এপ্রিল) বিকাল সাড়ে তিনটার সময় উপজেলা পরিষদে সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন কওমি সনদের স্বীকৃতি দেয়া মানে জঙ্গীদের হাতে লাইসেন্স করা অস্ত্র তুলে দেওয়ার মত। বর্তমানে দেশে যত জঙ্গী হামলা হয়েছে এবং জঙ্গী ধরা পড়েছে অধিকাংশ কওমি মাদরাসায় শিক্ষিত। এমত অবস্থায় জঙ্গী প্রজনন কেন্দ্র ও কওমি মাদরাসায় সরকারী নিয়ন্ত্রনে শিক্ষা ব্যবস্থার সংস্কারপূর্বক আলিয়া মাদরাসার সিলেবাসের সাথে একিভূত করে একমুখী ইসলামী শিক্ষা চালু করে জঙ্গীবাদ মুক্ত করতে সংস্কারমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব মীর হাসানুল করিম মুনিরীর সাভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব মো. সাকুর মিয়ার সঞ্চলনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছিপাতলী আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ্ধ; মোহাম্মদ ফরিদ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সৈয়দ আবু আজম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপাক মোহাম্মদ গিয়াস উদ্দীন, এ.এস.এম. ফখরু উদ্দীন,সৈয়দ মুনিরুর রহমান,আলহাজ্ব হারুন সওদাগর, মোহাম্মদ কামাল পাশা চৌধুরী, ওহিদুল আলম, এম. ছগির আহমদ ও সেকান্দর মিয়া প্রমূখ।

শেয়ার করুন