হাটহাজারীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

হাটহাজারীতে মুজিবনগর দিবসের আলোচনা সভায় বক্তব্যরা

চট্টগ্রাম : হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালতি হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত মুজিব নগর দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস আর আরমান শাকিল।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সেকান্দর আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, স্থানীয় প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক নুরুল আবছার, মুক্তিযুদ্ধের সংগঠক ডা: গোবিন্দ প্রসাদ মহাজন, চেয়ারম্যান মুজিবুর রহমান, সরোয়ার মোরশেদ তালুকদার।

উপজেলা তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা বিপুল বণিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো: কামরুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি তুলে ধরেন। নুতন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়ার আহবান জানানো হয়। পরে অনুষ্ঠানে ঐতিহাসিক মুজিব নগর দিবসের উপর লিখিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন