কোটি টাকা ও ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক চট্টগ্রামে

মো. শওকত ইসলাম ও তার স্ত্রী মোরজিনা

চট্টগ্রাম : নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাড়ি থেকে এক রোহিঙ্গা দম্পতিকে মাদক বিক্রির নগদ কোটি টাকা এবং মরণ নেশার বড়ি ইয়াবাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দীর্ঘ দিন ধরে ওই আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে নির্বিঘ্নে মাদক ব্যবসা করে আসছিল। আটকের পর তাদেরক চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক বিক্রয়ের অপরাধে দুটি মামলা রুজু করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে র‌্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

আটক দুইজন হলো- মো. শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মোরজিনা (২৮)। তারা চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লকের ৪ নম্বর রোডের ৭৯ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

আরো পড়ুন : ঘুমধুমে ৪০ হাজার ইয়াবাসহ আটক ১
আরো পড়ুন : বৈধ লাইসেন্সে ভেজাল ঘি উৎপাদনের অবৈধ কারবার হাটহাজারীতে

র‌্যাব জানায়, আটকের পর তাদের কাছ থেকে নগদ ১ কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা ও ৫ হাজার ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়েছে। তাদের বাসা থেকে নগদ ১ কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা ও ৫ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে বলে।

শেয়ার করুন