র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলোচিত সরওয়ার আলমকে বদলি

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। ফাইল ছবি

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলির আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

তবে অন্যান্য বদলির আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেয়া হলেও এটি দেয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরওয়ার আলম নিজেই তার নতুন কর্মস্থলে বদলির বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘আমাকে বদলি করা হয়েছে। নতুন দায়িত্বে যেন সফল হতে পারি, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

আরো পড়ুন : দায়িত্ব পালন না করলে ডোর টু ডোর শ্রমিকদের নিয়োগ বাতিল
আরো পড়ুন : কৃষকের শতাধিক পেঁপে গাছ কেটে দিল প্রতিপক্ষ

সরওয়ার আলম ২০১৫ সাল থেকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। তিনি দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের সময় সাহসী ভূমিকা রাখেন। এছাড়াও গেল পাঁচ বছরে অনেক অনিয়ম প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিশেষ করে ভেজাল খাদ্য ও ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শেয়ার করুন