আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলো বাংলাদেশি কিশোর সাদাত

সাদাত রহমান। ফাইল ছবি

শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার অর্জন করেছে বাংলাদেশি কিশোর সাদাত রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। গত বছর এ পুরস্কার পেয়েছিল পাকিস্তানের নোবেল বিজয়ী তরুণী মালালা ইউসুফজাই।

শিশু নির্যাতন বন্ধে অনলাইন সচেতনতামূলক অ্যাপ বানানোর জন্য ওই স্বীকৃতি পেয়েছে নড়াইলের কৃতী সন্তান সাদত রহমান। খবর এএফপির।

আরো পড়ুন : চট্টগ্রামের মনসুরাবাদে অস্ত্রাগার উদ্ধোধন করলেন আইজিপি
আরো পড়ুন : চসিক প্রশাসক সুজন ও সাবেক মেয়র মনজুর সৌজন্য সাক্ষাৎ

খবরে বলা হয়, বাংলাদেশের ১৭ বছর বয়সী সাদত রহমান সাইবার বুলিং ও অনলাইন ক্রাইমের বিরুদ্ধে দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে। এজন্য তাকে আন্তর্জাতিক এ সম্মানজনক পদকে ভূষিত হয়েছেন।

নেদারল্যান্ড ভিত্তিক শিশুঅধিকার ফাউন্ডেশন এ পুরস্কারটি প্রদান করবে। করোনাভাইরাস মহামারীর কারণে পুরস্কার পর্বটি অনলাইনে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পুরস্কারপ্রাপ্তির পর এ বিষয়ে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে কিশোর-কিশোরীরা নিয়মিত অনলাইনে সাইবার বুলিংয়ের শিকার হয়। এজন্য প্রয়োজন এ বিষয়ে আরও গুরুত্বসহকারে পদক্ষেপ নেয়া।