সৌমিত্র চট্টোপাধ্যায়ের চির বিদায়

সৌমিত্র চট্টোপাধ্যায়

শক্তিমান প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালের পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর বিষয়টি অফিশিয়ালি ঘোষণা করা হয়।

এর আগে ভোর ৫টায় বেলভিউ হাসাপতালে পৌঁছান সৌমিত্রকন্যা পৌলমী বোস। শনিবার (১৪ নভেম্বর) থেকে রোববার (১৫ নভেম্বর) সকালে আরও অবনতি হয় এই গুণী অভিনেতার।

আরো পড়ুন : রোমানিয়ায় কোভিড হাসপাতালে আগুন, নিহত ১০
আরো পড়ুন : যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রামের ৯ নেতা

চিকিৎসকরা জানিয়েছিলেন, চেতনা নেই সৌমিত্রের। অর্থাৎ হাল ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরাও।তিনদিন আগেই শ্বাসনালীতে অস্ত্রোপচার হয় সৌমিত্রর। অস্ত্রোপচার সফলও হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাকই কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। শ্বাসনালীতে অস্ত্রোপচারের পর সৌমিত্রর প্লাজমা থেরাপিও করা হয়।

উল্লেখ্য, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম ১৯ জানুয়ারি ১৯৩৫ সালে ভারতের নদীয়া জেলায়। পেশায় তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। তবে আবৃত্তি শিল্পী হিসেবেও খ্যাতি ছিলো। একাধারে তিনি কবি এবং অনুবাদকও ছিলেন।

শেয়ার করুন