বান্দরবানে নারী ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে সমাবেশ

বান্দরবানে নারী ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে সমাবেশ

বান্দরবান : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরণের প্রচার কার্যক্রমের আওতায় বান্দরবানে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিকুল আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ, সদর উপজেলা ভূমি কর্মকর্তা শাহিনুর আক্তার, জেলা তথ্য অফিসার মো: বেলায়েত হোসেন।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্পসহ নানা প্রকল্প বাস্তবায়নের ফলে দেশে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। সামাজিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে এবং পরিবেশ ও প্রকৃতির উন্নয়নের পাশাপাশি সাধারণ জনগণ সরকারের নানা সেবা হাতের কাছে পাচ্ছে।

মহিলা সমাবেশে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের অর্ধশতাধিক মহিলারা অংশ নেয়।