পূর্ব নাসিরাবাদে দুই কলোনির ২০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই

পূর্ব নাসিরাবাদে অগ্নিদূর্গত এলাকা পরিদর্শন করছেন সাবেক মন্ত্রী আফছারুল আমীন এমপি। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ অন্যান্যরা তার সাথে ছিলেন। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : নগরের খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকার হাছি মিয়া এবং আলী হোসেনের দুটি কলোনীর ২১টি বসতঘর ও দোকান আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দীন জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপত হয়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ভিতরে ঢুকতে পারে নি।

সোমবার (১৭ এপ্রিল) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সাথে ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অংশ নেয়। টানা তিন ঘণ্টা ধরে আগুন জ্বলার পর সকাল পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সাবেক মন্ত্রী আফছারুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিদূর্গতদের সাথে কথা বলে তাদের শান্ত্বনা দিয়েছেন। এসময় সাবেক মন্ত্রী ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণের জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের হতে তুলে দেন নগদ অর্থ সহায়তা।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য গৃহনির্মাণ সামগ্রী, কাপড়-চোপড় ও খাবারের ব্যবস্থা করেন।

নাসিরাবাদ শাহী মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম জানিয়েছেন, সোমবার (১৭ এপ্রিল) ভোরে নগরীর পূর্ব নাসিরাবাদ জাকির হোসেন রোড বাই লেনের হাছি মিয়া এবং আলী হোসেনের কলোনির পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে। ভোর তিনটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দা ও ছাত্রলীগ নেতা মোহাম্মদ মহসিন জানান, আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়া হয়। তারা চারটি গাড়ি নিয়ে আসলেও রাস্তা সরু হওয়ায় গাড়িগুলো ঘটনাস্থলে যেতে পারেনি। ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত এবং এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন