কোমরে ভর করে জীবন সংগ্রাম মরিয়মের

কোমরে ভর করে জীবন সংগ্রাম মরিয়মের

মধ্য বয়সী মরিয়মের চলৎশক্তি নেই। কোমরের জোড়-দুই হাতে ভর করে জীবন সংগ্রামে সঙ্গী করেছেন তার ছোট্ট শিশুকেও। মা ছেলের মুখে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। তার মতে, মহামারি করোনা ভাইরাস ছাড়াও ধুলোবালি থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করা অতীব জরুরী। ওই চিন্তা মাথায় রেখেই ঘর থেকে বের হয়েছেন মরিয়ম। ঘরে রেখে এসেছেন অসুস্থ স্বামীর সাথে আরো দুই শিশু সন্তান। জানালেন সড়ক দুর্ঘটনায় আহত স্বামী এখন ঘরবন্দী। কোন কাজকর্ম নেই। নগরীর টেক্সটাইল এলাকার চন্দ্রনগরের একটি ঝুপড়ি ঘরে ভাড়ায় থাকেন। কোলের ছোট্ট শিশুকে দুই হাঁটুর উপর চিৎ করে রাখায় ঘার থেকে মাথা নিচের দিকে ঝুলে আছে। অচেতন শিশুর এমন দৃশ্য দেখেও মানষের দয়া হয়, দান করে_এমন বিশ্বাস মরিয়মের। একটু কষ্ট হলেও এভাবেই মানুষের কাছে হাত পেতে যা পান তা দিয়েই সংসার চলে তার। নগরীর ঈদগা কাঁচা রাস্তার মাথায় ব্যস্ত সড়কের পাশে মরিয়মের ভিক্ষাবৃত্তির এমন দৃশ্য দেখে অনেকেই ভীর করেন। এসময় কথা হয় তার সাথে। এক পর্যায়ে দীর্ঘশ্বাস ছেড়ে উপরে তাকিয়ে বিড় বিড় করে কি যেন বলছিলেন মরিয়ম।

আরো পড়ুন : টিউশন ফি ছাড়া স্কুল-কলেজে অন্য খাতে টাকা নেয়া যাবে না
আরো পড়ুন : সদা হাস্যোজ্জ্বল পরোপকারী এসআই পার্থ সড়ক দুর্ঘটনায় নিহত

শেয়ার করুন