এলাকাবাসীর মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান
দূষণ হচ্ছে মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা, স্বাস্থ্য ঝুঁকিতে শিশু-বৃদ্ধ

টায়ার কারখানার দূষিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়। ছবি: হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী প্রতিনিধি : এফ.ডি এন এনার্জি লিমিটেড নামের একটি টায়ার কারখানার দূষিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের মুখে পরেছে দক্ষিন এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পরছে হালদার বুকে। মরে যাচ্ছে প্রাণি সম্পদ। এলাকাবাসির শাঁস কষ্ট বাড়ছে। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশু-বৃদ্ধ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) এলাকাবাসী হালদাকে দূষণের হাত থেকে রক্ষায় কারখানার সামনে মানববন্ধন করেছে। একই দিন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দুইবছর পূর্বে  সিটি কর্পোরেশনের এক নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের নন্দীরহাটের পশ্চিম পার্শ্বে এফ.ডি এন এনার্জি লিমিটেড নামে একটি টায়ার কারখানা  স্থাপনপূর্বক তৈল  উৎপাদন করে আসছিল। কারখানা প্রতিষ্ঠার পর পরীক্ষামূলক ভাবে পরিবেশ অধিদপ্তর থেকে মাত্র ছয়মাসের ছাড়পত্র নেয়া হয়। কিন্তু ইতিমধ্যে এলাকাবাসী  লক্ষ্য করছে এ কারখানার বর্জ্যের কারণে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে করে এলাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, বায়ু দূষিত হচ্ছে। পানি মাটিসহ কারখানার বর্জ্য জলাশয়ে পড়ে মাছসহ জলজ প্রাণী ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাছাড়া বিভিন্ন প্রজাতির পাখি বায়ুদূষণ ও কারখানার বর্জ্য খেয়ে মারা যাচ্ছে। শিশুরা শ্বাস কষ্টসহ নানারোগে আক্রান্ত হচ্ছে। দূষিত বর্জ্যের দুগন্ধের জন্য এলাকার রাস্তা দিয়ে লোকজনের হাটাচলা দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে স্থানীয় খাজা গরীব নেওয়াজ নূরাণী মাদরাসার মাদরাসার পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

টায়ার কারখানার দূষিত বর্জ্যে পরিবেশ বিপর্যয় রোধে কারখানা সামনে এলাকাবাসির মানববন্ধন। ছবি: হাটহাজারী প্রতিনিধি

সোমবার রাতে এ কারখানা থেকে নির্গত বর্জ্য থেকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হলে স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পরে। অগ্নিকান্ডের বিষয়টি হাটহাজারী ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। কারখানার বর্জ্য পার্শ্ববর্তী ছড়া দিয়ে হালদা নদীতে পড়ে নদীর পরিবেশ দূষিত হচ্ছে।

খবর পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা এফ.ডি এন এনার্জি লিমিটেড এর প্রধান প্রকৌশলী মোঃ সোহেল এর কাছে পরিবেশের ছাড়পত্রের ব্যাপারে জানতে চাইলে তিনি একটি পরিবেশ ছাড়পত্র প্রদর্শন করেন। যা ৩১ ডিসেম্বর ২০১৫ সালে মেয়াদ শেষ হয়ে যায়। পরিবেশ অধিদপ্তর শর্তসাপেক্ষে মাত্র ছয় মাসের জন্য ছাড়পত্রটি দিয়েছিল। ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে গেছে বলে প্রশ্ন করা হলে উক্ত প্রকৌশলী এ ব্যাপারে প্রক্রিয়া চলছে বলে জানান।

স্থানীয় গৃহীনি ফতেমা বেগম (২৭) বলেন , এফ.ডি এন এনার্জি লিমিটেড নামে এ টায়ার কারখানার বর্জ্যের কারণে গত একমাস আগে তাঁর ১৬টি মুরগির বাচ্চা মারা গেছে। দূষিত বর্জ্য তৈরীর এধরনের কারখানা স্থাপান না করে যদি একটি পোশাক তৈরী কারখানা স্থাপন করা হতো তবে এলাকার মানুষের কর্মসংস্থান হত। এলাকার মানুষ স্বাস্থ্য ঝুঁকি থেকেও  রক্ষা পেত।

এলাকার বাসিন্দা মোঃ জামাল (৪৫) জানান, এলাকায় ২শ ৫০পরিবারের ১ হাজার ৫শ জনসাধারণ সীমাহীন স্বাস্থ্য ঝুকিঁর মধ্যে দিন কাটাচ্ছে। মানুষ নানা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। তিনি মানব বন্ধন থেকে অবিলম্বে কারখানার দূষিত বর্জ্য ইটিপি মাধ্যমে পরিশোধনের জোর দাবি জানান। এতে পরিবেশ বাঁচবে। মানুষ বাঁচবে।

শেয়ার করুন