সাংবাদিকসহ আহত ২০
ঐক্য ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ

কাজির দেউরীতে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ। ছবি সংগৃহীত

চট্টগ্রাম : নগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার ঐক্য ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আলোচিত সুইমিং পুল বিরোধী আওয়ামী লীগ যুবলীগ কর্মীরা মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে কাজির দেউরী এলাকায় সংঘর্ষে জড়িয়ে পরে। পরে সংঘর্ষ ওয়াসা মোড়, জিইসি, ষোলশহর ২নং গেট পর্যন্ত ছড়িয়ে পরে। তাৎক্ষণিক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল চারটায় এ ঘটনা ঘটে।

সুইমিং পুল নির্মাণ উপলক্ষে চারপাশে ঘিরে রাখা টিনের বেড়া ভাঙতে শুরু করেন। পুলিশ বাধা দিলে শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ। এরপর শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিরোধ করতে গিয়ে পুলিশও শুরু করে লাঠিচার্জ। কিন্তু এরপরেও ছাত্রলীগের নেতাকর্মীরা না সরে উল্টো আরও জমায়েত হওয়ার চেষ্টা করায় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেলে নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা আশপাশের অর্ধশত গাড়ি ভাংচুর করে।

একদল যুবক এস এস খালেদ সড়কের মুখে বিভিন্ন জিনিসপত্রে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ছাত্রলীগের তাণ্ডবে কাজির দেউড়ির চারপাশের আধা কিলোমিটার এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারিরা দিগ্বিদিক ছুটতে থাকেন এদিক-ওদিক।

পাঁচ পুলিশ সদস্য আহত: ছাত্রলীগের ছোড়া ইট-পাটকেলের আঘাতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। জসিম উদ্দিন বুকে ইটের আঘাত পেয়েছেন। অন্যদের মধ্যে একজন মাথায় ও আরেকজনের হাত ফেটে গেছে।

ছাত্রলীগের আহত ১৫ : নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, গোলাম সামদানী জনি, সাংগঠনিক সম্পাদক আমির হামজা, সম্পাদক মণ্ডলীর সদস্য লিটন চৌধুরী রিংকুসহ ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীদের ভাংচুরে দুটি রিকশার চাকা ভেঙে দেওয়া,  তিনটি মিনি বাস, বেশ কয়েকটি প্রাইভেট কারসহ ১২ থেকে ১৫টি গাড়ির কাচ ভাংচুর করা হয়।

ভিডিও ফুটেজ দেখে জড়িতদের ধরবে পুলিশ: ঘটনা শেষে নির্মাণাধীন সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে  সুইমিং পুল নির্মাণ হচ্ছে। এটা নিয়ে একটা বিতর্ক ছিল। আজ পৌনে চারটার দিকে ছাত্রলীগের ইমু ও রনির নেতৃত্বে ৪-৫শ’ লোক বিক্ষোভ প্রদর্শনের জন্য আসে। সুইমিং পুলের ক্ষতি হতে পারে এমন আশঙ্কায় আমরা তাদের তাৎক্ষণিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুমতি দিই। কিন্তু একটা পর্যায়ে তারা ভেতরে প্রবেশ করে সরকারি কাজ নস্যাৎ করার চেষ্টা করে। সরকারি দলের একটি অংশ এটি করেছে। পরে আমরা তাদের সরিয়ে দিয়েছি। এই ঘটনায় মামলা হবে, এর সঙ্গে জড়িতরা এবং ইন্ধনদাতারাও গ্রেফতার হবেন।’

 

শেয়ার করুন