হাসপাতালে হাজি সেলিম. মারা গেলেন স্ত্রী গুলশান আরা

হাসপাতালে হাজি সেলিম. মারা গেলেন স্ত্রী গুলশান আরা

ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

রোববার (২৯ নভেম্বর) রাত পৌনে ১২টায় ঢাকার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার থেকেই তিনি ছিলেন আইসিইউতে।

অন্যদিকে হাজী সেলিম নিজেও বর্তমানে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা সিটি করপোরেশন বিভক্ত হওয়ার আগে ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন গুলশান আরা। হাজী সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যান ছিলেন।

আরো পড়ুন : লিলির মিথ্যা মামলার প্রতিকার চায় মিরসরাইয়ের প্রবাসী পরিবার
আরো পড়ুন : কেওয়াই স্টিলের কর্মকর্তার বিরুদ্ধে ৬’শ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের অভিযোগে দেশজুড়ে আলোচিত হয়ে বর্তমানে কারাগারে থাকা বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম গুলশান আরার ছেলে। তার অন্য দুই ছেলে হলেন সোলায়মান সেলিম ও সালমান সেলিম।

গুলশান আরা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভারের সমস্যায় ভুগছিলেন। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ব্যাংককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল গুলশান আরাকে।

প্রায় ২০ মাস সেখানে চিকিৎসাধীন থাকার পর এ বছরের ২০ আগস্ট এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন