চলে গেলেন শহীদ নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ

প্রফুল্ল রঞ্জন সিংহ

চট্টগ্রাম : মহান মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনীর হাতে নৃশংসভাবে শহীদ হওয়া রাউজানের কুণ্ডেশ্বরীর নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ মারা গেছেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের যে মামলায় সাকা চৌধুরী মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে, সেই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন প্রফুল্ল।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরো পড়ুন : মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু তাহের
আরো পড়ুন : ভ্রাম্যমাণ আদালত দেখেই দৌড়ে পালাল চালক, জব্দ স্কেবেটর ধ্বংস

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন তিনি। নিয়মিত তাকে ডায়ালাইসিস করা হতো। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১৮ নভেম্বর তাকে ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে রাউজানের গহিরায় পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য করা হয়।

শেয়ার করুন