পুলিশের মামলায় ছাত্রলীগের ইমু-রনিসহ ৪৯জন বাদ

চট্টগ্রাম : নগরের আউটার স্টেডিয়াম এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার নম্বর (৪৫) ঠিকা রেখে এজাহার পরিবর্তন করা হয়েছে। এজাহার থেকে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং সাধারণ সম্পাদক নুরুল আজিম রণিসহ ৪৯ জনের নাম বাদ দিয়ে নতুন এজাহার তৈরি করা হয়েছে। তবে নির্মাণাধীন সুইমিং পুল এলাকায় ভাংচুরের অভিযোগ দায়ের করা অপর মামলায় ইমু ও রনিসহ ৫৮ জনের নাম উল্লেখ রয়েছে।

সিএমপি কমিশনার ইকবাল বাহারের নির্দেশে নতুন করে মামলার এজাহার তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সূত্র জানায়, ইমু-রনিসহ ৫৫জনকে আসামি করে মামলা দায়েরের তথ্য গণমাধ্যমে প্রকাশের পর কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিনকে নিজের কার্যালয়ে ডেকে পাঠান সিএমপি কমিশনার। এসময় সরাসরি যারা পুলিশের উপর হামলায় জড়িত ছিল তাদের নাম উল্লেখ করে মামলা দায়েরের জন্য ওসিকে নির্দেশ দেন।

আউটার স্টেডিয়ামে নির্মাণাধীন সুইমিং পুল এলাকায় ভাংচুরের অভিযোগ দায়ের করা অপর মামলায় ইমু ও রনিসহ ৫৮ জনের নাম উল্লেখ আছে বলে জানিয়েছেন ওসি জসিম।

মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন স্ইমিং পুল বন্ধের দাবিতে ঘেরাও কর্মসূচী পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় নগর ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় কোতোয়ালি থানার ওসিসহ পাঁচ পুলিশ এবং নগর ছাত্রলীগের কয়েকজন নেতাসহ অন্তত ২০জন আহত হয়।

শেয়ার করুন