ক্ষতিকারক রং মিশিয়ে মাছ বিক্রি, ৬মণ জব্দ করে ধ্বংস

ক্ষতিকারক রং মিশিয়ে মাছ বিক্রি, ৬মণ জব্দ করে ধ্বংস

চট্টগ্রাম (হাটহাজারী) : ক্ষতিকারক রং মিশ্রিত মাছ জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়াহাট বাজারে অভিযান চালিয়ে এ মাছ জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করলেও বয়স ১৮ বছরের কম হওয়ায় সতর্ক করে তাকে ছেড়ে দেয়া হয়।

আরো পড়ুন : বিসিএস ক্যাডারস অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য প্রকাশ দেব নাথ
আরো পড়ুন : লামায় মামলার বাদীকে হুমকির অভিযোগ

উপজেলা সূত্রে জানা গেছে, ইসলামিয়া হাটে কতিপয় অসাধু ব্যবসায়ী বাজার বারে (শুক্র এবং সোমবার) মাছে রং মিশিয়ে বিক্রি করে। এতে ক্রেতা প্রতারিত হয় একইসাথে কাপড়ের রং দেহের জন্য ক্ষতিকর হওয়ায় বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযান চালায় প্রশাসন। হাতেনাতে ধরা পড়ে মাছে রং মেশানোর বিষয়টি। এসময় রং মিশ্রিত ৬মণ মাছ জব্দ করে পরে ধ্বংস করা হয়। ঐ অপরাধে একজনকে আটক করলেও বয়স কম হওয়ায় কড়া সতর্ক করে ছেড়ে দেয়া হয় তাকে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন সত্যতা নিম্চিত করেছেন।