চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য-ম্যুরাল সুরক্ষায় পুলিশ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাঙার ঘটনায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের সুরক্ষায় মাঠে নেমেছে পুলিশ।

সোমবার (৭ ডিসেম্বর) নগরের হালিশহর বড়পোল মোড়ে স্থাপিত ‘বজ্রকণ্ঠ ভাস্কর্য’ ও অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ঘিরে পুলিশকে টহল দিতে দেখা গেছে।

আরো পড়ুন : মেয়র প্রার্থীর সাথে টেলিভিশন শিল্পীদের সৌজন্য সাক্ষাৎ
আরো পড়ুন : ধর্মের নামে কোন অপশক্তিকে দাঁড়াতে দেওয়া হবে না : নাছির

সিএমপি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, জামালখান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, পুরাতন রেল স্টেশন প্রাঙ্গণসহ যেসব স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য, ম্যুরাল ও মনুমেন্ট রয়েছে সেখানে পুলিশী টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সব থানার ওসিদের নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) আবদুল ওয়ারিশ খান জানান, পুলিশ সদর দফতরের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপির সব থানার ওসিরা মাঠে আছেন। ভাস্কর্য-ম্যুরাল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন