প্রতারণার চেষ্টা: নকল পুলিশকে ধরলো আসল পুলিশ

গ্রেপ্তার মো. জসীম

চট্টগ্রাম : পুলিশ পরিচয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক মো. জসীম (৪২) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

রোববার (৬ ডিসেম্বর) রাতে নগরীর পাহাড়তলী কলকা সিএনজি স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির জানান, রোববার বিকালে জসীম পাহাড়তলী হাজী ক্যাম্প সংলগ্ন কালু শাহ জুয়েলার্স নামে একটি দোকানে গিয়ে ৫০ হাজার টাকায় একটি স্বর্ণের চেইন ও আংটি নেন। তিনি ২০ হাজার টাকা নগদ দিয়ে ৩০ হাজার টাকার চেক নিতে বলেন দোকানদারকে। দোকানে থাকা মালিকের ছেলে চেক নিতে অস্বীকৃতি জানালে জসীম নিজেকে পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দেন।

আরো পড়ুন : চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য-ম্যুরাল সুরক্ষায় পুলিশ
আরো পড়ুন : মহাসড়কে গ্যাস পাইপ ফেটে আগুন : পুড়েছে ৪ ভাসমান দোকান

এডিসি হুমায়ুন জানান, দোকান মালিক এসে বিষয়টি জানতে পেরে পাহাড়তলী থানায় গিয়ে যোগাযোগ করেন। এসময় থানা থেকে এ নামে কোনা কর্মকর্তা নেই জানায়। বিষয়টি প্রতারণা বুঝতে পেরে দোকান মালিক খোকন কুমার ধর পাহাড়তলী থানায় একটি মামলা করেন।

অভিযোগ পেয়ে রাতেই কলকা সিএনজি স্টেশন এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

এডিসি হুমায়ুন আরও বলেন, “জসীম নিজের কাছে পুলিশের একটি নকল পরিচয়পত্র রাখে। এটি তার প্রতারণার অন্যতম হাতিয়ার। কোনো দোকানে গিয়ে সে কিছু নগদ টাকা পরিশোধ করে, আর বাকি টাকার চেক দিয়ে প্রতারণা করে।”

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক জানান, জসীম আগে মালয়েশিয়া ছিলেন। সেখান থেকে দেশে ফিরে প্রতারণা শুরু করেন।

জসীমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন