বিজয় দিবস ক্রিকেটে মাহিন স্মৃতির সিরিজ জয়

বিজয় দিবস ক্রিকেটে মাহিন স্মৃতির সিরিজ জয়

চট্টগ্রাম : মহান বিজয় দিবস উপলক্ষে ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে টি-টেন ক্রিকেট সিরিজে মাহিন স্মৃতি সংসদ পর পর ২-০ ম্যাচে ৭ রানে শক্তিশালী ব্ল্যাক এন্ড ওয়াইট ক্রিকেট টীমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার বিকেলে দক্ষিণ হালিশহর ওয়ার্ডে সিডিএ বালুর মাঠে সিরিজ নির্ধারনী ম্যাচে পর পর দুটি ম্যাচে ৭রান ও ৭ উইকেটে সিমেন্ট ক্রসিংস্থ ব্ল্যাক এন্ড ওয়াইট কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচশেষে পুরস্কার বিতরণী সভায় সম্মানিত অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্যারিস্টার কলেজ ছাত্র সংসদ ও ছাত্রলীগ নেতা মো. ইয়াছিন আরাফাত, ক্রীড়া সংগঠক, পাকিজা এন্টারপ্রাইজের পরিচালক মো. শেখ রাসেল আহম্মদ, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. বশির আহম্মদ, ক্রীড়া সংগঠক মু. বাবুল হোসেন বাবলা, মো. আক্তার হোসেন।

আরো পড়ুন : বাবুনগরী ও মামুনুলদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ সমাবেশ
আরো পড়ুন : নগর তাঁতী লীগের বর্ধিত সভায় নানা কর্মসূচি গৃহীত

মাহিন স্মৃতি সংসদের পরিচালক মো. ফারুখের সভাপতিত্বে এবং ক্রীড়া ভাষ্যকার সাইদ মুরাদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমীর পরিচালক মো. আব্দুল হালিম, ছাত্রনেতা মো. রুবেল, সংগঠক মো. নেওয়াজ গণি, সাইফুর রহমান রনি, মো. রুবেল, পারভেজ, নাজিম, টুর্নামেন্ট কমিটির জুয়েল, অভি, রাজু, জামসেদ প্রমুখ।

ম্যাচ পরিচালনা করেন আম্পয়ার মনিরুল ইসলাম মানিক, মো. আজম। ম্যাচে ম্যান অব দ্যা সিরিজ ও ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি লাভ করে মো. ইরফান, সেরা বোলারের ট্রপি অর্জন করেন জয়ী দলের মো. সিজান ও আসিফ।

পুরস্কার বিতরণী সভায় বক্তারা বলেন, মহান বিজয়কে সম্মান জানিয়ে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ মুক্তিযোদ্ধের সময় শহীদদের প্রতি উৎস্বর্গ করেন। আর যুবদের স্বর্নিভর দেশ-সমাজ গঠনে শিক্ষা-ক্রীড়া চর্চায় এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন