ক্ষমতা নয়, খাদের কিনারে এগিয়ে যাচ্ছে বিএনপি : হানিফ

আস্তে আস্তে বিএনপি ক্ষমতার দিকে নয়, খাদের কিনারে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

রবিবার (২৩ এপ্রিল) দুপুরে জিপিও পোস্টাল অডিটোরিয়ামে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কাউন্সিল দ্বিবার্ষিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ভুল রাজনীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও একাত্তরের পরাজিত শক্তিকে রক্ষা করার কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই আপাতত তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখলেও চলবে।

হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক ক্ষেত্রে উন্নতি হচ্ছে। বিশ্ব নেতারা বিশেষভাবে সম্মানিত করছেন। আর এসব দেখেই বিএনপি নেতারা ঈর্ষায় কাতর হয়ে মিথ্যাচার করে যাচ্ছে। তিনি বলেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে সারাবিশ্বের পার্লামেন্টারিয়ানদের আগমন ও তাদের বক্তব্যে এটা প্রমাণিত হয়েছে যে, এই সরকার বৈধ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে হানিফ বলেন, আপনাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কিসের অভিযোগে মামলা আছে? আপনারা যে মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন সেই পিতা হারা সন্তান এবং সন্তান হারা পিতা-মাতারা কি বিচার চাইতে পারবে না। তাহলে তখন কেন নাশকতামূলক কর্মকাণ্ড করলেন? মানুষ হত্যা করে রাজনীতির দোহাই দিয়ে পার পাওয়ার সুযোগ নেই। যারা নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। অন্যায় করে পার পাওয়ার দিন চলে গেছে।

আয়োজক সংগঠনের সভাপতি নাছির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

শেয়ার করুন