উৎসব-উৎকণ্ঠায় বাঁশখালীর ১৪ ইউপি নির্বাচন মঙ্গলবার

চট্টগ্রাম : অবশেষে বাঁশখালীর ১৪ ইউনিয়ন পরিষদের বহুকাঙ্খিত নির্বাচন মঙ্গলবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৭২, সংরক্ষিত সদস্য পদে ১৩১ এবং সাধারণ সদস্য পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

১৪ ইউনিয়নের ১৩৫টি ভোট কেন্দ্রে দুই লাখ ৭২ হাজার ৪৪০ জন ভোটার রয়েছে। এরমধ্যে এক লাখ ৪১ হাজার ৯৮৮ জন পুরুষ এবং এক লাখ ৩০ হাজার ৪৫২ জন নারি ভোটার। সব ঠিক থাকলে বাঁশখালীবাসী তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন।

রোববার (২৩ এপ্রিল) মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে র‌্যাব, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সদস্য।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ ফরিদ জানিয়েছেন সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল ধরনের প্রস্ততি নেয়া হয়েছে। সোমবার ১৩৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সকল সরঞ্জাম পৌঁছবে। যেকোন বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।’

এদিকে, ১৩৫ ভোট কেন্দ্রের মধ্যে ১১০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহিৃত করেছে প্রশাসন। প্রত্যেক ইউনিয়নে নির্বাচন পর্যবেক্ষককের পাশাপাশি থাকবে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স।

তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যের পাশাপাশি দেড় হাজার পুলিশ সদস্য ১৪ ইউনিয়নের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ‘কোন অবস্থাতেই ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হতে দেয়া হবে না।’

সূত্র জানায়, পুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত ও সাধারণ আসনে ৫২ জনপদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধনপুরে চেয়ারম্যান পদে৫, সংরক্ষিত ও সাধারণ আসনে ৪৮ জন। চেয়ারম্যান পদে ৪,সংরক্ষিত ও সাধারণ আসনে ৪৭ জন। বাহারছড়ায় চেয়ারম্যান পদে ৮,সংরক্ষিত ও সাধারণ আসনে ৫১ জন। কাথারিয়ায় চেয়ারম্যান পদে ৭,সংরক্ষিত ও সাধারণ আসনে ৪৪ জন। বৈলছড়িতে চেয়ারম্যান পদে ৫,সংরক্ষিত ও সাধারণ আসনে ৩৬ জন। শীলকূপে চেয়ারম্যান পদে ৫,সংরক্ষিত ও সাধারণ আসনে ৩৬ জন। শেখেরখীলে চেয়ারম্যান পদে ৩,সংরক্ষিত ও সাধারণ আসনে ৪৬ জন। চাম্বলে চেয়ারম্যান পদে ৫জন,সংরক্ষিত ও সাধারণ আসনে ৫৩ জন। পুঁইছড়িতে চেয়ারম্যান পদে ৬,সংরক্ষিত ও সাধারণ আসনে ৩৮ জন। ছনুয়ায় চেয়ারম্যান পদে ৫,সংরক্ষিত ও সাধারণ আসনে ৫৭ জন। খানখানাবাদে চেয়ারম্যান পদে ৫,সংরক্ষিত ও সাধারণ আসনে ১১ জন। সরলে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় রশিদ আহমদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়েছিল। এতে সংরক্ষিত ও সাধারণ আসনে ৫৪ জন। গণ্ডামারায় চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত ও সাধারণ আসনে ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

শেয়ার করুন